তোমার ঐ বৃষ্টি চোখে
যখন এই দৃষ্টি যুগল পড়ে,
আমার চোখেও বৃষ্টি নামে
আষাঢ় শ্রাবণ হয়ে।


তোমার ঐ মিষ্টি হাসি
জোসনা যেনো হারায় শশী,
তোমায় তাই দেখতে আমি
যখন তখন ছুটে আসি।


ভালোবাসায় রেষারেষি!
ও-গো প্রিয়া ভালোবাসি,
সারা জনম যেনো থাকি-
এখন যেমন তুমি আমি।।


রচনাঃ
১৫/০৩/১৯৯৬


প্রকাশঃ
সোমবার
১২ জ্যৈষ্ঠ, ১৪২১
২৬ মে, ২০১৪
২৬ রজব, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ