গোলাপ চামিলি ও কামিনী-
বিনিময়ে আরও চাও কি তুমি?
যা দেওয়ার তা দিয়েছি সবই
এখন খাঁচা শুন্য, ধন্য আমি।


মনের কথা মুখে লাগেনা বলা
চোখ যে তা বুঝায় অপসরা,
যে মানার সে ঠিকঠিক বুঝে
চলার পথে প্রতি পদে পদে।


বরণ করেছি অন্তরে তাঁকে
মান-অভিমান সবার অজান্তে
ছুটে আসি তব তীব্র বেগে
তাঁর বাড়ির দিঘীর পাড়ে।


তারে একটু দেখবো বলে-
ছলনা করি নানা বাহানাতে
আমার বাড়িকে ফাঁকি দিয়ে
কখনোও বা মিথ্যে কহে।।


রচনাঃ ১৯৯০