বছর ঘুরে এলো ঈদ
ইংরেজি বাংলা নববর্ষ
কতো সেমিনার মিটিং মিছিল
কতো প্রতিজ্ঞা!
শহিদ মিনারে শপথ
সংসদ অধিবেশন, বিল পাশ;
দারিদ্র মুক্ত করবোই!


গরীবের ইচ্ছে কোরবান;
আফছোস, অনুতপ্ত, অনুযোগ!
দাবাড় চালে মারম্যাচ-
সংযোমের বদলে বিভাজন।


ভিক্ষুকের জন্যও দ্বায় সাড়া;
একটা যাকাতের জামা
কিছু ফিতরা-
আর ঈদেরদিন দু-এক ঘন্টা।


অতঃপর যা তাই;
ফুটপাথে ঠাঁই-
থালায় আপদমস্তক আরতি!
ঘৃণায় ওদেরকে তাড়িয়ে দেই!
ওদেরও যে প্রতিভা আছে তা ভুলে যাই
ওরা স্বজন আমাদেরই!
কারো-না-কারো দাদা-দাদী মা জননী
ঈদগাহের কথা ভুলে যাই;
এককাতারে দাঁড়িয়ে বলেছিলাম ভাইভাই
কোনো ভেদাভেদ নাই।


মঙ্গলবার
১৪ শ্রাবণ, ১৪২১
২৯ জুলাই, ২০১৪
০১ শাওয়াল, ১৪৩৫