তুমি আমায় নিয়ে সবস্মৃতি ভুলেগেছো
তাই হাসি আনন্দ স্ফুর্তিতে আছো,
রং ঢং করে দিনগুলো ভালোই কাটাচ্ছ
বেশ সুখেই আছো, তাই-না!

আমাকে দোষারোপে আঘাত করে
তোমার সুখে থাকার কথা স্মরিণে-
সারাক্ষন আশা মাগি মৃদু হাওয়ায় ওড়ো
আদর্শবান! যতোদিন বেচে আছো।

আমায় কখনোই কোনোদিন ভেবোনা
যদি ধ্বংসের সংগে পাঁজা লড়ি, তবুওনা
আমি-তো একটা নীচ, কুটনি, এক রোখা-
চরিত্র নাই, বেহেয়াপনা, নষ্ট, তাই-না!



রচনাঃ ৩০ কার্তিক, ১৩৯৯