যে ভুলে গেছিস চলে
তা কি আর দেখেছিস তলে!
একবার জেনে নিস চিনে-
তুই ছিলি আমার কোনখানে?
এই বুকের মধ্যিখানে-
শীতলপাটি বিছিয়ে দিয়ে
আগলে রেখেছি তোরে অন্তঃকোনে
যেথায় নয় কেউ কশল্মিন কালে।
লতাপাতা গুল্ম ঝরে-
পুস্প মঞ্জুরি গজাবে নতুন করে,
তবু জানিস এই আঙিনা রবে;
তোর অপেক্ষাতে-
ইচ্ছে বাড়ি গড়বি তুই, তোর ইচ্ছে হলে
এলোমেলো এই মনটারে-
সাজিয়ে নিস তুই, তোর ইচ্ছে টবে।


২৯ শ্রাবণ, ১৪২১
১৩ আগষ্ট, ২০১৪
১৬ শাওয়াল, ১৪৩৫