দেখো দেখো গ্রাম বাসি
রুপসীর হাতে আজ ঘোড়ার রশি
সাকোয়ার বান্নীর প্রতিযোগী ...
শুকনা নালার দু’ধার ভরা দর্শনার্থী
গাদাগাদি আইবুড়ো সইবুড়ো ছেরাছেরি ।
নাগরদোলা ভেলকিখেলা তরবারি
সাপুরে তোফাজ্জলের নাগ-নাগিনী
খগেন গগেনের মাছ এবারও বাহারি
হয়ে যায় অনেকে নয়া ব্যাপারি;
কাচা রসুন পিয়াজ তিল চই তিশি,
খিরা তরমুজ ফুটি, তৃঞ্চায় আখপানি,
সোনামনির বায়না যেনো চিকন বাঁশি !
কানের দুল চশমা শখের পুতুল আংটি
বাহারি ফিতা ঘড়ি রেশমি কাচের চুড়ি।
ফেরার পথে ঠাসাঠাসি ঝুড়ি;
খুরমা সাচ বাতাসা কানমুচরি ।
বিচারক মন্ডলি সাত গ্রামের মিয়া মুরব্বি -
পুরস্কার;মাছপোনা,গাছচারা,কালোগাভী।
আর পুতুল নাচ, জারিসারী সন্ধ্যা রাত্রী ...


সোমবার
১৭ ভাদ্র, ১৪২১
০১ সেপ্টেম্বর, ২০১৪
০৬ জিলকদ, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ