দেখো দেখো গ্রাম বাসি
নকশিকাঁথায় তাঁর সূঁচ ছুঁয়েছে কি ?
কলাগাছ কাগজিলেবু আমলকি
খেজুর ডাবগাছ সারিসারি
পেঁপেঁ পাতায় বসেছে প্রজাপতি।
ভাইবোন চলছে নানী বাড়ি
হাত ভরা নারকেল পান আর সুপারি
পাকড়াও কুকুর তাদের প্রহরী,
এ গ্রাম থেকে ও গ্রাম দুই কিঃমিঃ
নদীধার মাঝে মাঝে বালুচর গোধূলি,
বোধ করলো বিরতি-
তখনি বটবৃক্ষ তলে অমনি
পাকড়াও তাকাচ্ছে চারিদিকি
খানিক পর ঘাটের মাঝি;
তোমরা যাচ্ছ কার বাড়ি ?
ঐ- ওই গাঁয়ে মন্ডল বাড়ি।  


বৃহস্পতিবার
২০ ভাদ্র, ১৪২১
০৪ সেপ্টেম্বর, ২০১৪
০৮ জিলকদ, ১৪৩৫


উত্তরা, ঢাকা