অফিসে নেই শিল্পপতি
ছুটেছে গ্রামের বাড়ি,
আউট অব নেটওয়ার্ক বানভাসি
বিধস্ত মোবাইল টাওয়ারগুলি
ল্যান্ড ফোনও পূর্ণ ত্রুটি!
বিচ্যুত পুরো তথ্য প্রযুক্তি।
স্পিড বোটে দিচ্ছে পাড়ি
খুঁজে পাচ্ছেনা নিজ বাড়ি!
খেয়ালে দুটি টাওয়ার কাছাকাছি-
হ্যাঁ- হ্যাঁ, ছিলো এরই মাঝামাঝি!
সিমটম ওই চিলাকোঠার চুড়ি-
স্বজনের খোঁজে হাউমাউ আহাজারি!!!
আশ-পাশ তন্ন তন্ন খঁচাখঁচি-
কেউ জানেনা কোথায় তিনি?
যতো স্হির হচ্ছে বন্যার পানি
ততো বাড়ছে আরও ভোগান্তি
একটার উপর দাঁড়াচ্ছে আর একটি।


বৃহস্পতিবার
০৩ আশ্বিন, ১৪২১
১৮ সেপ্টেম্বর, ২০১৪
২২ জিলকদ, ১৪৩৫

উত্তরা, ঢাকা