পরিস্হিতির কিছুটা উন্নতি
স্রোত স্হির, গুঞ্জন মুখেমুখে-
আজ আসেনি উজানের পানি,
নামতে শুরু করেছে-
ইতিমধ্যে কমেছে কয়েক সেঃমিঃ।
আগল বাড়তি ঘানি
সর্বনাশি উজানের পানি
তোর কারণে আজ ভিখারি,
বিশ্ব দরবারে মাঙি যাচি-
দুর-হ তাড়াতাড়ি ...
তুই-তো মহাপাপী!!!
তোর পাপের ভারের আমরাও ভাগি  
হিস্যা আদায়ে নতজানু পররাষ্ট্রনীতি,  
বিধির সিঁদুর- ইঁদুর করে চুরি
সেই ঘরের বাসিন্দা ভন্ড সবাই
যদিও সে ইমাম-ঠাকুর-ঋষি।


শুক্রবার
০৪ আশবিন, ১৪২১
১৯ সেপ্টেম্বর, ২০১৪
২৩ জিলকদ, ১৪৩৫


উত্তরা, ঢাকা