রাস্তা ঘাটের বেহাল গতি
ফসলের সম্ভাবনা নেই, ক্ষিণ অতি-
অসৎ মেম্বার মনে মনে খুশি,
প্রতি বছর এমন বন্যা খারাপ কি!
এগিয়ে আসছে দাতাসংস্হা মঞ্জুরি
জয় করতেই হবে চেয়ারম্যানের মতি।
লিষ্ট হচ্ছে সকলের- গরীব ধণি;
দুস্হ মাথা, এলজিএসপি
কাবিখা, কাবিতা, ভিজিএফ, ভিজিডি
পূর্ণবাসন ঘর বাড়ি-
আগাম ফসলের প্রস্ততি,
বীজ সার ঔষধ গাভী
বলদ চাষ হাস মুরগি
- মেম্বারের চাই ফিফটি ফিফটি!
নইলে লিষ্টে নাম উঠবেনা ঠিকই।
নিরুপায় আজ বান ভাসি!!!
কেনো ভুলে যাই গ্রাম বাসি-
নির্বাচনে কে যোগ্য প্রার্থী?
দুখের দিনে কে হিতাকাঙ্ক্ষী?
না, বিক্রি হয় স্বর্ণ ভোটটি?


মঙ্গলবার
০৮ আশ্বিন, ১৪২১
২৩ সেপ্টেম্বর, ২০১৪
২৭ জিলকদ, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ