কাদা পথ হয়নি গাড়ির উপযোগী
ডিঙি পালতোলায় তাই পাড়াপাড়ি
পূণর্বাসনের চোখ ধাঁধাঁনো অগ্রগতি;
শুরুতেই ছিলো ফেলানির ঘরটি
প্রিয়সির তত্বাবধানে চলছে সবই,
চেয়ারম্যানের দায়িত্বে সচিব ইউপি।  
সর্বনাশি বান ভুলে সকলই
গ্রামের মানুষ অভূতপূর্ব খুশি!  
চাঁদনি রাতে পানিতে খেলছে রূপালি
ঢেউয়ের তালে তালে ভাসছে সোহাগি
অন্তরে অন্দরে জমানো লুকোচুরি।  
রাস্তা ছিড়ে হয়েছে যে দওয়ের সৃষ্টি
সেথায় বাঁধা পড়েছে ঘড়িয়াল একটি
সকলের পদচারণায় উৎসুক গ্রাম বাসি,
শিরশির বাতাসে শরৎ বার্তা আগমনি ...


বৃহস্পতিবার
১০ আশ্বিন, ১৪২১
২৫ সেপ্টেম্বর, ২০১৪
২৯ জিলকদ, ১৪৩৫


উত্তরা, ঢাকা