দেখো দেখো গ্রাম বাসি
বৈঠা হাতে রূপসি-
সেই নায়েতে সুরভি;
সাঁকো বাঁধার পাটের রশি
বাঁশ আর যুবক যুবতি
পলিথিনকে- না- বলি!  
মাটির কমায় উর্বরা শক্তি।
পাটের ব্যাগে শাক সবজি
পচনের নাই ভয় ভীতি-
কাগজের ঢোঙ্গা সহসা তৈরি
লাগেনা মেশিন লাগেনা পরিবাহি,
কুটির শিল্প জীবিত রাখি।
লক্ষ্য একটাই, দেশ গড়ি-
কারো বিপদে তাঁর পাশে থাকি
হাতে হাত মিলে কাজ করি,
মনের শক্তি সর্বচ্চ শক্তি-
অসম্ভব নয় কোনো কাজই।।


শনিবার
১২ আশ্বিন, ১৪২১
২৭ সেপ্টেম্বর, ২০১৪
০১ জিলহজ্ব, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ