যদিও মাটির বাড়ি
শীতে উঞ্চ গরমে স্বস্তি
অল্প খরচেই তৈরি
পৈত্রিক রীতি নীতি
তবুও ঘোর আপত্তি?
জীবনের জন্য ঝুঁকি!
বর্ষা দাঁড়াতে না দাঁড়াতেই
ধসে যায় সবই-
ঘুমের ঘোরে অঘটন তখুনি,
পোকা মাকড়ের ভয় ভীতি।
ঝড়েও বিপদ কম কি?
- নড়বরে আলগা খুঁটি
দুমরে মুচরে ভয়ঙ্কর টিনগুলি!
ঢের ভালো হাফ পাকাবাড়ি-
ইচ্ছে হলে নড়ানড়ি,
যদিও হয় কষ্ট দেরি
শ্রেয় কনক্রিটের বাড়ি
রক্ষা করা চাই;
প্রজন্মের জন্য আবাদ জমি।।


রবিবার
১৩ আশ্বিন, ১৪২১
২৮ সেপ্টেম্বর, ২০১৪
০২ জিলহজ্ব, ১৪৩৫