নমলা আমন রোপণের পড়েছে ধুম
কৃষাণ-কৃষাণির চোখে মুখে নাই ঘুম
সেই দূর হাট থেকে আনা গুছি,
জমিতে দিতে হবে তাড়াতাড়ি
বলান হলে ভালো হতো বেশি,
কাচথোর হতে বেশি দিন নেই বাকি।
নব বিবাহিতা হলদা বধূ-
উঠানে গাড়ছে শিম লাউ কদু,
নয়া হাতের ফলন যেমন বেশি
তার চেয়েও রান্না অতি সু-স্বাদু।
কম ব্যস্ত নয় আত্মীয় স্বজনরাও
কেউ এনেছে গরু-হাল-মই
কেউ বুনছে বীজ; ডাল-সবজী-
নানীর পোষা বাছুর হাঁস চড়ুঁই।।


মঙ্গলবার
১৫ আশ্বিন, ১৪২১  
৩০ সেপ্টেম্বর, ২০১৪
০৪ জিলহজ্, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ