এবার জমির উর্বরতা বেশি
গাছ জাগতে না গজাতেই
সতেজ কালো মিহি,
গোড়াও বেশ শক্ত তেজী-
নিস্প্রেয়োজন সার, কম রোগ ব্যাধি।
বাড়ির চারপাশে গাছ লাগানোর সময় এখুনি
আম জাম কাঁঠাল কামরাঙ্গা নিম অর্জুন তুলশি
তেতুলের গাছে নাকি ভূতের ঘরবাড়ি!
পুকুরপাড়ে কলা শিমুল কৃষ্ণচুড়া আর মালতি।
এমন করে লাগাবো যেনো পড়শির করেনা ক্ষতি
সে-ও যেনো লাগাতে পারে আমার দেখাদেখি,
গর্ত করে রাখবো আগে গোবরের প্রেয়োগ বেশি
দশটি গাছ-ই যথেষ্ট,
শেষ জীবনের পরম বন্ধু, সাথী-
নিকট আত্নীয়-স্বজন হতে পারে অকৃতজ্ঞ!
তবে ভোলেনা গৃহ পশু পাখি-
গাছ লাগানো যেনো ফিক্সড ডিপোজিট!
সাদা সূতোয় বাঁধা দু’টো নির্মল আঁখি।।



বুধবার
১৬ আশ্বিন, ১৪২১  
০১ অক্টোবর, ২০১৪
০৫ জিলহজ্, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ