বুঝিনা তাঁর মতি গতি-
হাঁসির ফাঁকের ছল চাতুরি,
আমি কিনা তাঁর স্বপ্নের রাণী
কাঁধে চড়ে দেই নদী পাড়ি-
আকাশ ছুঁয়ে দেখি!


তাঁর জন্য কাঁদলে খুশি
আমার খুশিতে উড়ায় ঘুড়ি ...
নাটাই ছাড়াই চায় সব-ই
সে এতো বড়ো কৌশলি!
কখনো ভাবিনী আগে আমি,
আমার কাছে চেয়ে চিঠি-
পাইলে বলে এসব কি!
তোমার প্রেম চড়ুই পাখি
এইডাল ঐডাল নাচানাচি।


বুঝিনা তাঁর মতি গতি-  
সকালে বলে জান বিকালে শালী,
পাশের বাড়ির কালছা জয়ী!
আমার চেয়ে কিনা অতি সুন্দরী।


রবিবার
২০ আশ্বিন, ১৪২১  
০৫ অক্টোবর, ২০১৪
০৯ জিলহজ্, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ