আর একবার প্রশ্ন করে দেখি নিজেকে
কোরবানি- কি- হচ্ছে, সঠিক ভাবে!
গরীব দুঃখী বাদ পড়েনি-তো কোন অংশ থেকে;
শিনা রান কলিজা ভুড়ি মগজ হতে-
পশুর রশিটিও যে দান করতে হবে!
ধণি হলেও! আত্মীয়-স্বজনের হক আছে।


কোরবানির বর্জ্য পুঁতেছি কি মাটিতে!
পরিবেশ দূষণ যেনো হয়না কোনোমতে।


আর একবার প্রশ্ন করে দেখি নিজেকে
কার অংশ জমা রেখেছি ডিপ ফ্রিজে?


আর একবার প্রশ্ন করে দেখি নিজেকে
কোরবানি কি দিতে পেরেছি মনের পশুত্বকে!
না, আজ বাদে কাল অফিসে যেয়ে-
ব্যবসা প্রতিষ্ঠান নিজ নিজ কর্মস্হলে;
আগের ধারাবাহিকতা অনুরুপ বজায় রবে-
উচকোচ দূর্নীতি ব্যভিচার মিথ্যাচার!
তাই যদি হয়, তবে কি কোরবানি দিলে???


মঙ্গলবার
২২ আশ্বিন, ১৪২১  
০৭ অক্টোবর, ২০১৪
১১ জিলহজ্, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ