একঃ-
তুমি কালো মিহি কালো
হৃদয় খান খান করো-
তার ওপর কুন্ডলি ফেলো
শিশি শিশি বিষ ঢালো-
তবু তুমি কাছে আসো
পুড়ে পুড়ে ছারখাঁর করো।।


দুইঃ-
তুমি প্রিয় তুমি প্রিয়া
তুমি মোর হিয়া,
তুমি ছাড়া সব বৃথা
বুঝাই কি দিয়া?
তুমি মায়া তুমি কায়া
তুমি মোর ছায়া।।


তিনঃ-
পাড়ার ছেলেরা তোরে দেয়না পাত্তা
তাই ভেবে আমি তোরে দিলাম কলটা
- তুই ভূষা! তোর নাকটা থ্যাবরা!
আর তুই অমনি কেটে দিলি লাইনটা,
ধকধক ধকধক করছে আমার বুকটা
কেনো করলাম আজ এই ভুলটা।।


"ভাবছি"


ভাবছি ! কি করব ?
কোনদিকে হাত বাড়াবো -
খেই হারিয়ে ফেলেছি হয়ত ?
এখানেই কী থেমে যাব !



"শেষ কোথায়"


এ চলার পথের শেষ কোথায় ?
মরণের পরেও কি মানুষ হাঁটে
পাড়ি দেয় পাহাড় সমুদ্র হিমালয়
- কথা বলে !
গুরুত্বপূর্ণ সমাধানে রাখে অবদান ।