দেখো দেখো গ্রাম বাসি
নয়া স্হাপন বিদ্যুৎ খুঁটি
আর্থিং খুব বেশি জরুরি,
ঠেকায় ভোল্টেজ ড্রপের অবনতি
শর্ট সার্কিটে নিরাপত্তার প্রতিশ্রুতি।
লাইটনিং এরেষ্টর আরও বেশি জরুরী!
রক্ষা করে বজ্রপাতে-
ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক সামগ্রী
রক্ষা করার ক্ষমতা রাখে-
ইনসান পশু পাখি প্রাণী।
পাওয়ার ফ্যাক্টর ব্যবহার অবশ্যম্ভাবী
বিদ্যুৎ শক্তির ঘাটতি কমায়
রাখে ভোল্টেজ স্হিতি।
হাই ভোল্টেজ লাইনের আশেপাশে নয়
কোনো বাঁশ গাছপালা বসত বাড়ি।।


...  ... ... ... ... ... ... ... ... ...


ব্রীজ কালভার্টের চলছে কাজ
চলছে পিচ ঢালা পথের
হচ্ছে কলেজ স্কুলের দালান নির্মাণ
মসজিদ মাদ্রাসা মন্ডপের সংস্কার।
প্রিয়সির স্বয়ং উপস্হিতি-
গ্রামের গন্যমান্য বৃদ্ধ যুবক,
পরিদর্শন করছে মালের মান
রড সিমেন্ট বালু সিলেটস্যান্ড-
ইট পাথর সেফটি ফার্স্ট জনবল
কার কত অনুপাত তাও।
ড্রয়িং দেখাচ্ছে সাইট ইঞ্জিনিয়ার
রডের গ্রেডিং ঢালাইয়ের থিকনেস
কিউরিন কমপক্ষে কতদিন, কি পদ্ধতি?
কেউ প্রতিবন্ধকতা কিনা তাও ... !


শনিবার
২৬ আশ্বিন, ১৪২১  
১১ অক্টোবর, ২০১৪
১৫ জিলহজ্, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ