দেখো দেখ গ্রাম বাসি
দিন দিন বাড়ছে গ্রাম প্রীতি
সবখানে সে রাখছে জুটি
কখনো পরিদর্শক কখনো চাষী
ভালো লাগে তাঁর রূপালি নদী
ডিঙি নৌকা, নৌকার মাঝি-
মাঝির কন্ঠে ভাটিয়ালি জারি।
ভালো লাগে হতে জেলের সাথী
চটকা জালে ধরতে স্যাবলা পুঁটি
ভালো লাগে নিত্তি-
নদীর ঘাটে দিন রজনী...
ঘাসে শুয়ে বসে কল্প কাহিনী।
ভালো লাগে তার-  
বালু চরে হাঁটাহাঁটি,
তবে ভালো লাগেনা কভূ;
কোনো বন্য পশু পাখি শিকারী-
কেন খাঁচায় করে রাখে বন্দি!


রবিবার
২৭ আশ্বিন, ১৪২১  
১২ অক্টোবর, ২০১৪
১৬ জিলহজ্, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ