কাক ডাকা ভোরের আগে
উঠে দেখি ছাদে-
নীরব নিস্তব্ধ পৃথিবী
কেউ নেই জেগে;
জীব-জন্তু গাছপালা পশু-পাখি-
লাইট পোস্টের নিচে
কীট পতঙ্গও অবসরে
ঢেউ গেছে থেমে-
সেজদায় সকলে এক সাথে
সৃষ্টিকর্তার দিদারে।
শুধু মানবরা আছি জেগে
নাচ গান হাসি আনন্দ ফূর্তিতে
বড় হবো, কে কাকে ঠকিয়ে-
অট্টালিকা গড়বো কি করে?
আযানের ধ্বনি আসছে ভেসে
মসজিদে হবে যেতে।।


মঙ্গলবার
২৯ আশ্বিন, ১৪২১  
১৪ অক্টোবর, ২০১৪
১৮ জিলহজ্, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ