দেখো দেখো গ্রাম বাসি
ভাদ্র-আশ্বিনও মেঘবতি
গুড়ি গুড়ি পড়ছে বৃষ্টি ...
ঢাকের আওয়াজে অবাক প্রিয়সি
আজ রাতে ঘুমাতে পারেনি-
পালা গানের ছিল মাতামাতি।
ধান ক্ষেতে তার স্হির দৃষ্টি
সবুজ রঙে মনের মাধুরি
দোলা দিয়ে যাচ্ছে অমনি,
ঘুরে ঘুরে দেখছে ফসলের জমি।
ভিটে চাষ দিচ্ছে নুরুভাই
বুনবে শিম কপি মাশকলাই
পথের ঝিলে খগেন ভাই
ধরছে মাছ ভরছে খলাই-
তার আনন্দের শেষ নাই!
বাড়িতে এসেছে নয়া জামাই।



বৃহস্পতিবার
০১ কার্ত্তিক, ১৪২১  
১৬ অক্টোবর, ২০১৪
২০ জিলহজ্, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ