গ্রাম, কি অপরূপ তুমি!  
অপলক তোমার চাহনি!
আমি তোমার মাঝে হারিয়েছি  
সোঁদা মাটির পাচ্ছি প্রশান্তি।
কিচির মিচির ডাকছে পাখি
হৃদয়ে জাগালে সুরের ধবনি
আনচান মনে আনলে ধিরি।  
গ্রাম! সত্যি- অপরূপ তুমি!
তোমার মাঝে কি পাচ্ছিনা আমি?
চোখ খুললেই তোমায় দেখি
নিত্য নতুন সাজো তুমি!
আজ পাতা- কাল; ফুল ও কলি।  
এঁটেল দোআঁশ পলি মাটি-
কোথাও লাল কোথাও রূপালি
তোমার গর্ভে সম্ভব সবই-
বেলেতে ভালো ফলে বাদাম ফুঁটি।
মানুষগুলোও যেনো নীরব কবি।।


শনিবার
০৩ কার্ত্তিক, ১৪২১  
১৮ অক্টোবর, ২০১৪
২২ জিলহজ্, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ