নয়নাভিরাম তোমার বদন খানি
যাই দেখি তাই আপন ভাবি-
তার চেয়েও আমায় বেশি
আপন করে ফেলেছো তুমি,
গভীর-গভীরে ডুবে যাচ্ছি ...
যেনো কতো কালের চেনা তুমি,
মনেই পড়েনা শহরের মেয়ে আমি!
মাত্র কয়েক দিনে আমায় তুমি
ভালবাসায় করেছো নজর বন্দি।
তোমার কাদা জল ধূলোবালি
নিমপাতা তুলশী পদ্ম মেহেদী
আমায় করেছে প্রেম বন্ধনে সঙ্গী
চাইলেই পারছিনা ছুটে যেতে আমি।
কি জাদু আমায় করলে তুমি
তোমার মাঝে হারিয়েই যাচ্ছি,
নিজেকে তোমার মাঝে খুঁজেই চলছি
কার্তিকে বাতাস নেই, বৃষ্টি নেই-
আকাশে ভাসছে শুভ্র মেঘ রাশি
ঠান্ডা গরম নয়, শুভাগমন হেমন্তি!



রবিবার
০৪ কার্ত্তিক, ১৪২১  
১৯ অক্টোবর, ২০১৪
২৩ জিলহজ্, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ