দেখো দেখো গ্রাম বাসি
পরবাসের প্রতিবেশী;
রুপসির কাছে নালিস দিচ্ছে কি?
অনেকে তাকে দিয়েছে চিঠি
গ্রামে যেনো কম কম আসি!  
গ্রামে লেগেই আছে হানাহানি
নওয়ানা পাতরা পাড়া মারামারি
মেম্বার চেয়ারম্যানের দলাদলি
মাষ্টার মশাইয়ের মানহানি!
খুন না-করেও খুনের আসামী।
পাল্টাপাল্টি দমানোর কতো ফন্দি!
মিথ্যে রেফে ফেসে আছে ফেলানি!  
মসজিদ কমিটির সভাপতি;
নিজের হাত নিজেই কেটে বিবাদী
ধ্বংসলীলায় খান খান আজি।



হে গ্রাম, বলো- বলো তুমি?
হেনে কি করে ভালো রই-
তোমার বুকে রক্তারক্তি!!!
দিন দুপুরে খুন খারাবি ... !!!
তবে কি ভালো থাকতে পারি?
কি করে তোমায় ভুলে থাকি
ঘুম যে চোখে আসেনা সখী
তুমি যে আমার নয়নের মণি
শিশু শৈশব যৌবন চির-দিনই
অস্হিমজ্জায় তোমার কাদা মাটি
রন্ধ্রে রন্ধ্রে নিশ্বাস প্রশ্বাস!
যেখানে যে মাটিতে পোতা রয়েছে
আমার চৌদ্দ পুরুষের নাড়ি
বাপ দাদার ভিটে পৈত্রিক সম্পত্তি।
চাইলেই কি ভুলতে পারি?
বাঁশের ঝাড়ে বাদুরের ঝাপাঝাপি
কাঠ বিড়ালির নাচানাচি-
দোয়েল ময়নার সাথে লুকোচুরি
মাছরাঙা ফিঙে চড়ুই পাখি ...



সোমবার
০৫ কার্ত্তিক, ১৪২১  
২০ অক্টোবর, ২০১৪
২৪ জিলহজ্, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ