তুই আমায় যতোই করিস দূর দূর, ভাবিস যতোই পর
তোকে নিয়েই বাঁধবো আমি ঘর, গড়বো সুখের সংসার
তুই যে আমার অলংকার, বিষাদ প্রেমের অহংকার।  


তুই যতোই দেখাস না আমায় তোর ধূ-ধূ বালু চর
সেথায় আমি গড়বোই প্রাসাদ, গড়বো তাজমহল!  
তাতে লোকে আমায় বলে বলুক; আমি মস্ত বড় পাগল।


তোর অনলের দহনে পুড়ে পুড়ে আমি হতে চাই ছাই
সেই ছাইয়ের মাঝেই করবো তবে ভালোবাসার সদাই।


তুই যতোই হোসনা কেনো ভয়ঙ্কর হুদ হুদ মেঘ সমুদ্র ...
তার মাঝেই খুঁজে নেব নীলাকাশ, তোর সোনালী রৌদ্র।



মঙ্গলবার
০৬ কার্তিক, ১৪২১  
২১ অক্টোবর, ২০১৪
২৫ জিলহজ্, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ