তুমি কি জানো, না- জানোনা
তুমি বিনা কি যে অসহায়!
সময় যে আমার আর কাটেনা
প্রতিটি মুহূর্ত হত্যা হয়
তুমি বিনা মেঘ যে সরে না।


সময় গুলো বড় অসময়
আকাশে নীল চাঁদ ওঠেনা
টিয়ে ময়না- না কথা কয়!
ঠোঁটের কোণেও একটুকুও হাসেনা।


মনের ভেতর কি যে কি হয়
তোমার ছোঁয়া ছাড়া বোঝা যায়না
সময় গুলো বড় দুঃসময়!
রাত জেগে রাত আসে চোখ তবু মোদেনা
শূন্যতা নামছে বিয়োগের নিম্ন কোটায়।



শুক্রবার
০৯ কার্তিক, ১৪২১  
২৪ অক্টোবর, ২০১৪
২৮ জিলহজ্, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ