কে বলে তুমি কালো?
তোমার ভেতর দেখেছি আমি
আমার ভোরের আলো।


আমি যেদিন তোমায় চিনেছি;
সেদিন থেকে আমার জগৎ ঝলমল
হীরের পরশ পেয়েছে আমার ধূলো বালি
ছিলো যা নর্দমা মলিনে মোড়ানো।


তোমার কালো বর্ণের-
কালো কালো চোখে খুঁজেছি আমি,
পেয়েও গেছি ... !
আমার অযুত নিযুত বছরের প্রাপ্তি।


আমি যেদিন তোমায় ছুঁয়েছি
সেদিন শুধু তোমায় ছুঁয়নি-
ছুঁয়েছি আসমান, চাঁদের শশী।


কে বলে তুমি কালো?
হৃদয়ে জ্বালালে নেভানো আলো
আমার আজ সবকিছু শীতল শ্রেয়।



সোমবার
১২ কার্ত্তিক, ১৪২১  
২৭ অক্টোবর, ২০১৪
০২ মহরম, ১৪৩৬


ভালুকা, ময়মনসিংহ