দাঁড়াও দাঁড়াও বলছি! না- তুমি চলে যেও-না?
আমিই ফিরে আসছি ওপথ হতে- আর যাবোনা?
তুমি যখন বলছো ও পথে কেউ হতে পারেনা সুখি-
তবে কি আর আমি ও পথে হাঁটতে পারি - তোমায় অবজ্ঞা করে,
তুমি দেখো নিও- তুমি মনে রেখো- সত্যি বলছি!
এটাই আমার জীবনের শেষ টান
আমি তোমায় কথা দিলাম;
আর কোনদিন তুমি আমায় দেখবেনা মাতাল
আর কোনোদিন ছুঁয়ে-ই দেখবোনা আমি আফিম গাজা হিরোইন কি?
বিশ্বাস করো বিশ্বাস করো একবার বিশ্বাস করো আমায়-
প্লিজ, শুধু একবার বিশ্বাস করবে-তো আমায়?
সত্যি কথা দিচ্ছি- আর কোনো নিকোটিনই ছোঁবোনা আমি,
এমনকি মনে করবোনা ছোটবেলার পাটকাঠির বানানো সিগারেটটার কথাও!
তুমি অচিরেই দেখবে আমার ঠোঁট দু'টো লাল।
কি অভিমানি ... ! এখনও কাঁদছো? থামবে- তো, লোকে কি বলবে!
প্লিজ মাথা উঠাও! দেখো- দেখো তুমি, দিব্বি তোমার?
এই তোমায় ছুঁয়ে বলছি, খোদার কসম ...
আরও কোনো ভুল থাকলে বলো আমায়, আমি হবো সংশোধন!
তবু তুমি মুখে এনোনা চলে যাবে! আমায় আরও শাসন করো;
আরও আরও ............


মঙ্গলবার
২০ কার্তিক, ১৪২১  
০৪ নভেম্বর, ২০১৪
১০ মহরম, ১৪৩৬


ভালুকা, ময়মনসিংহ