আগে কখনও দেখেনি এমন করে
আজ যেভাবে নজর... তুলে
তুমিও দিয়েছো উজাড় করে,
চাঁদের গায়ে যে দাগ আছে
বিশ্বাস মুশকিল তোমায় দেখে!  
বুকের ভেতর কেমন ধক ধক করছে
বলতে পারো; কেন এমন হচ্ছে?
তুমি কি দেখবে একবার স্পর্শ করে
কতবার তা সেকেন্ডে- সেকেন্ডে-
কানপাতো এইখানে; শুনতে পাবে,
না বলা কথাগুলো জানতে পারবে।
অভিমানি, রাগ করলে!
না, না, যেও-না চলে-
আর একটু থাকো, হোকনা দূরে-
ছুঁবোনা তোমাকে!
আচ্ছা! তোমার ঠোঁট কেনো কাঁপছে;
টপ...টপ... চোখের জলে
ওড়না জামা কেন ভিজছে
আর ফেলোনা, মাটি কষ্ট পাবে!


আমাকে... বলছো?
তুমি তো নিজেই ফেলছো!
তুমি কেনো কাঁদছো?


না, তা বলতে পারবোনা!


রবিবার
০৯ অগ্রহায়ণ, ১৪২১  
২৩ নভেম্বর, ২০১৪
২৯ মহররম, ১৪৩৬


ভাকুকা, ময়মনসিংহ