উচাটান উচাটান তোমার বদনখান
দেখার পর মন করছে আমার আনচান
চাদরে ঢাকছেনা রুপ জৌলস সুখটান
ললাটে ভাসছে অমেঘ হাসির বান-
লাল সবুজের শাঁড়ির ভাঁজ আনমন!
কখন যে কেড়ে নিয়েছে এ অবুঝ মন
রইতে পারিনা একা, আর কতোক্ষণ?


উচাটান উচাটান চোখ দু’টো টানটান
ঠোঁট দু’টো লাল লাল নাসিকা স্নান-
পরোতে পরোতে জোসনা হারায় মান
এক পলক; সে অনন্য- সে উড্ডয়ন!
কিছু না বলেই বলে গেলো অনেক গান
সুশীতল বাতাসে অমনি জুড়ায় প্রাণ-
দু'জন যেনো কতো চেনা, আপন জন।



রবিবার
২৩ অগ্রহায়ণ, ১৪২১  
০৭ ডিসেম্বর, ২০১৪
১৩ সফর, ১৪৩৬


ভালুকা, ময়মনসিংহ