যখন লড়তে পারছিনা অন্যায়ের বিরুদ্ধে
কি আমার করণীয়, কোনটি নয়!
চোখের নাগালে দোলে-সফল কত ব্যাভিচার অনাচার!
তবু সোচ্চার নয় আমার দৃঢ় অবস্হান?
সামর্থ্য থাকতেও পাশে দাঁড়াচ্ছিনা মজলুম অসহায়ের
বুঝেও বুঝছিনা কোনটি অগণতন্ত্র কোনটি অধিকার
বিবেক বাঁধাগ্রস্ত নড়েনা চড়েনা সময় মতন
তখন আর কি করা?
নিজের থুথু ফেলে নিজেই ফের চাটা
থুথু উপরে নিক্ষেপ করে হা- করে গেলা!
নিজের মুখে ছড়ায়ে ছিটায়ে নেভে অগ্নি ক্ষোভ।
আমার বৃদ্ধাআঙ্গুল চুষে আঙ্গুর ভাবি
তবুও থাক শুধু আমারই,
এত কিছুর পরেও যখন আমার কলমও কুন্ঠিত
তখন থুথু দেবো আর কার মুখে ?
থুথু ফেলে সে থুথু গিলছি হরহামেষে
শক্ত করে এঁটে ঘরের খিরকি।



সোমবার
২২ পৌষ, ১৪২১  
০৫ জানুয়ারি, ২০১৫
১৩ রবিউল আউয়াল, ১৪৩৬


ভালুকা, ময়মনসিংহ