খেলার মত খেলতে যদি নাই জানো
মাঠে নামো কেন?
ওয়াইড বল যদি ধরতেই হয়
ছক্কা নিশ্চিত হইও!
তা না হলে ছেড়ে দেওয়াই শ্রেয়
পরের বলে সম্ভাবনা রইল।


ব্যাট আর বলের গতি যদি সম সম
ব্যাটসম্যান অযোগ্য,
উৎসুক দর্শক মাঠ-গ্যালারি ছাড়বেই
অচিরেই যেন,
ঢের ভাল মাঠ ছেড়ে গ্যালারিতে বস
অন্যদের খেলতে দাও, খেলা দেখ!  


তাতে দল সন্মাণ দুই-ই বাঁচবে
অযথা নয় লজ্জা নৈরাজ্য কলঙ্ক।
তখনি বাউন্ডারি ঢেকানো যায়
ফিল্ডার যখন দক্ষ!
তখনি বোল্ড আউট রক্ষা হয়
ব্যাটসম্যান যখন পরিপক্ক।


তখনই ম্যাচ বিজয় নিশ্চিত হয়
যখন দক্ষ বলার উইকেট কিপার রয়
আর অলরাউন্ডার,
এর মাঝে দুই-চারটা উইকেট হারানো
তেমন কোন বড় বাধা নয়!
নিশ্চয়ই মাঠে মনবল বিশাল অন্তরায়।


বৃহস্পতিবার
২৫ পৌষ, ১৪২১  
০৮ জানুয়ারি, ২০১৫
১৬ রবিউল আউয়াল, ১৪৩৬


ভালুকা, ময়মনসিংহ