তোমার কি মনে পড়ে
আম্র মূকুল ঝরা ভরা বৈশাখে
তুমি আমি বসেছিলাম নির্বাক চিত্তে
আমায় প্রশ্ন করেছিলে বলোতো কি হয়েছে
আমি বলেছিলাম কই না-তো কিছু হয়নি!


তোমার কি মনে পড়ে
আমি শুধুই হেসেছিলাম একদিন বৈকালে
তখন তুমি বলেছিলে বলোতো কি হয়েছে
শুধু-শুধুই কেনো হাসছো ফেলফেল করে
আমি বলেছিলাম কই না-তো! তোমাকেই দেখছি।


তোমার কি মনে পড়ে
পৌষের এক দুপুর দিনে
তুমি বসেছিলে আমাদের সবজি বাগানে
আর আমি শান্তকে উঠে দিয়েছিলাম তোমার পিঠে
তখন ভঙিমাতে বলেছিলে এই দুষ্টামি ছাড়বে!


তোমার কি মনে পড়ে
কি যেন ভাবতে ছিলে সেইদিন সেই- ক্ষনে
আমি পিছন থেকে তোমার চোখ ধরে
চাপাকণ্ঠে বলেছিলাম; বলো-তো আমি কে?
তখন বলেছিলে; আমি সারাক্ষন যার মনের কুঠিরে!


রচনাঃ
০২ নভেম্বর, ১৯৯২


সাতার পাড়া, গাইবান্ধা