চোখের সীমানা ছেড়োছো ঠিক
মনের সীমানা কি পেরোছো ডিঙাতে
এক এক করে বিচরন করছো ঠিকই;
আজ অষ্ট্রেলিয়া কাল কানাডা পরশু ফিনল্যান্ড
তবুও কি পূরণ করতে পেরেছ ক্ষত বিক্ষত ।
  
কখনো কি পরিমাপ করে দেখোছো
সে গভীরতা কত শত কিলোমিটার ?


তেতুল টক হলেও তেতুলের আঁঠি যে টক নয়
সে কথা কি ভুলে গেছো ?
তা বালুতে ভাজলে স্বাদ হয় আরও গাঢ় ।


দারুচিনির বাকল চিকনে ঝাঁঝ যতো
মোটায় নয় ততো ।


যতোই আকাশ চুম্বি হোক আদার দাম
তা দিয়ে হয়না পিঁয়াজ মরিচের কাম।