অমন করে মাঝ দরিয়ায়
দিওনা ঠেলে আর আমায়
একলা কিনারা পাবোনা,
তোমার ডানার বৈঠা ছাড়া
কভু বৈঠান হবোনা।
বহুল জাতের শৈবাল সাথে
বাঁধবো বাসা তোমার পথে
তবুও তোমায় যদি
নাই পাই শেষে-
দরিয়ার জলে ডুব দিয়ে তবে
পাতাল পুরীর অসুরি কন্যা হব
হাঁড়ি ভাঙব!
সাগর শুকাব!
তবুও তোমায় নিয়ে ভাসব।