তুমি আমার সেই টিয়ে পাখী
আমার সবুজ ডালে-
সময়- অসময় যে করেছিলে ওড়াওড়ি
কচি পাতার ফাঁকে ফাঁকে খেলেছিলে লুকোচুরি
অভিনয়, অভিমান, অহরহ; আড়ি-আড়ি
তখন ছিলে তুমি কচি।
তোমার ঠোঁট দিন দিন লাল টক টক
এক গাছ থেকে আর এক গাছ; শিমুল-বট
পাড়া মহল্লা, কন্ঠে কন্ঠে রব রব
হঠাৎ একদিন বাঁধা পড়লে পিঞ্জরে,
যখন ছাড়া পেলে তত দিনে তোমার ঠোঁট ধূসর
পালক উসকো খুসকো।
অবশেষে ফিরে আসলে চির চেনা সেই ডালে
যদিও ঠিক ঠাক নাই কিছু অংশ আগের মতন
ক্ষয়ে গেছে অনেক ছাকল বাকল,
তবে অচিরেই ফিরে পাবে হারানো সবুজ কচি
পত্র পল্লব করবে নাচানাচি
তুমি যে আজ ডুমুর গাছে সেই টিয়ে পাখী।



১৭ বৈশাখ, ১৪২২
৩০ এপ্রিল, ২০১৫
১০ রজব, ১৪৩৬


ভালুকা, ময়মনসিংহ