এহ জনমে চাই তোমাকে পর জনমেও চাই
ওই জনমে যেন সদা সর্বদাই পাই।
তোমার দয়ার জমিন নেই, ছাদ নেই
নেই দেয়াল, শেষ হবার নয় কখনই।
তোমার করুণা হতে ফিরালে আমায়
আমার হয় মহা প্রলয়,
আমি নরম মাটির তৈরী; দূর্বল!
অধম, অকৃতজ্ঞ, আমারই তো হবে ভুল।


আমি আর কারো কাছে পাততে পারিনা  
তোমার অনুদানের- করুণার- এই হাত;
তুমি মহিয়ান তুমি ধণবান তুমি অমূল্য-  
তুমি অপার, অভয়, অপরাজেয়
তুমি অপরিসীম, মহান, মহৎ গুণবান!
তোমার পদতলে মাথা নোয়াতে
আমার নেই কোনো অপমান।
সেদিন পরম সৌভাগ্য আমার;
যেদিন তোমার পদধূলি আমার মাথার পর।


তুমি নিও না আমার পরীক্ষা
দাঁড় করাইওনা কিঞ্চিত প্রশ্নের মুখোমুখি,
তবুও তাই হলে রীতি;
আগে দিও আমায় তোমাকে দেখবার জ্যোতি।



শনিবার
০২ জ্যৈষ্ঠ্য, ১৪২২
১৬ মে, ২০১৫
২৬ রজব, ১৪৩৬


ভালুকা, ময়মনসিংহ