হে দয়ালুর দয়ালু, গরীবে নেওয়াজ, বাদশার বাদশাহ
আজ তোমার কাছে আমার শুধু এইটুকু মোনাজাত
গরীবদের দিওনা আর তাপদাহ রোগ শোক
ভয়াবহ অসহনীয় দূর্যোগ আজাব গজব
তাদের দেওনি যখন প্রতিরোধে অর্থ সম্পদ।
তাদের হয়েই আজ আমার শুধু এইটুকু ফরিয়াদ
ভুল যদি কিছু করেই থাকে- ক্ষমা করে দাও-
তোমার দেওয়া তুলেছি দু'হাত
বঞ্চিত করোনা গরীবদের আর, অফুরন্ত তোমার রহমত।
মজলুমদের তুমিই যে একমাত্র ভরসা।
যারা অহরহ করছে লুট তারাজ, গড়ছে অট্টালিকা
তাদের সুখ ভোগ- সবই দিয়েছো;
দিয়েছো গরমে হিমাগার, শীতে উষ্ণতায় হীটার।
তুমিই তো দানিয়েছো ধনী-গরীব সবাই আশরাফুল মাখলুকাত।
তবে কি শুধু গরীবদের অপরাধ?
গরীবরা কি শুধুই অযাচিত অবজ্ঞা আর অবহেলার!
তাই আজ বারে বারে তুলেছি দু’হাত তোমার দরবারে
তুমি যে নেমে আসো শবে বরাতের এই রাতে
মানবের অতি নিকটে ক্ষমা আর রহমত নিয়ে।



মঙ্গলবার
১৯ জ্যৈষ্ঠ, ১৪২২
১৪ শাবান, ১৪৩৬
০২ জুন, ২০১৫


ভালুকা, ময়মনসিংহ