আমি তো বিদায় নিতেই চাই, তোরে দিয়েই.........
তুই তো নিতে চাস না-
সেদিন তোরে কত করে বললাম কত দামই না হাঁকলাম
তোর আঁচল দে আমার শ্রাবণ ধারা বৃষ্টি নে
আমি আর ঘোলা মেঘের ভার সইতে পারছিনা,
তুই তা না নিয়ে আমায় ঠাডা দিলি
বীজাঙ্কুরের সুযোগটুকুও দিলিনা।


আমি তো বিদায় নিতেই চাই, তোরে দিয়েই.........
তুই তো নিতে চাস না-
সেদিন তোরে কত করে বললাম কত ভিজিট না সাধলাম
একবার ছুঁয়ে দেখ কার জন্য আমার এত্ত রক্ত ক্ষরণ
তুই তা না ছুঁয়ে সোজা আমার ক্লিনিক থেকে বের হয়ে গেলি-
আমার হৃদয় অপারেশন থিয়েটারে না হয় নাই ঢুকলি
অন্তত টেস্ট রিপোর্টটগুলো দেখতে পারতি!
তবে বুঝতি কতভাগ মিল আছে
তোর আর আমার এই একফালি হৃদয় মাঝে।



মঙ্গলবার
০৬ শ্রাবণ, ১৪২২
২১ জুলাই, ২০১৫
০৪ শাওয়াল, ১৪৩৬


ভালুকা, ময়মনসিংহ