এই মন কারে দেবো
যার সাথে গাল করে
ঝাপ যায় নদী জলে
দিন রাত এক সাথে
কথা হয় চুপে চুপে।


এই মন কারে দেবো
যার সাথে ভাগ করে
সুখ দুখ দোল দোলে
পথ হাঁটা এক সাথে
এক দুই স্বপ্ন গড়ে।


এই মন কারে দেবো
যার সাথে রোদ বৃষ্টি
খেলা করে দিন রাত্রি
কভূ নয় ক্লেশ সৃষ্টি-
মেনে নেয় হাসি খুশি।


এই মন কারে দেবো
যার সাথে ভুল ত্রুটি
বলা যায় খোলাখুলি
দেখা হলে হায় চাঁদি!
বেশ ভাল এই আছি।


এই মন কারে দেবো
যার কাছে কালো ধলো
এক সারি মান পেলো
হার জিত সব আলো
কেউ কারো নয় তুল্য।



সোমবার
২৬ শ্রাবণ, ১৪২২
১০ আগষ্ট, ২০১৫
২৫ শাওয়াল, ১৪৩৬


ভালুকা, ময়মনসিংহ