আজ গভীর আঁধার রাতে কবিতারা এসেছিল
তাঁদের গান শুনাতে পারিনি বাদ্যের তালে তাঁরা সুর মিলায়নি
তাঁদের হাতে মশাল মিছিল ছিল বাংলা বান্ধা থেকে বান্দরবন
তাঁরা আর আমাদের কবিতা হবেনা।
আমরা নাকি কবিতার সাথে ছলনা করি, উপহাস, ব্যঞ্জনা
আমরা নাকি নীতির সাথে আঁতাত করি, ঝোপ বুঝে কোপ মারি
আমরা নাকি টোপ গিলি, বড়শিতে সব মাছ ধরিনা; রুই কাতল ছেড়ে দেই
আমরা নাকি পিঠ বাঁচাই, অনেক কিছু দেখেও দেখিনা
আমরা নাকি সত্য বলতে দ্বিধা করি রাবনের মুখে তুলে দেই
পিপীলিকার সারাদিনের কষ্টার্জিত সংগৃহীত অন্ন।
সন্ত্রাসীর পিস্তলে মায়ের স্বর্গীয় পেটে অপরিপক্ক শিশু গুলি বিদ্ধ
তবুও আমরা কিছুই করছিনা, দায় ছাড়া; মামলা ঠুকে- কমিঠি গঠন
কয়েকদিন পতাকা সাথে ব্যানার হাতে তারপর আর নথি পত্রের খোঁজ নাই।
আজ গভীর আঁধার রাতে কবিতারা এসেছিল
তাঁরা আমাকে দিয়েছে আলটিমেটাম;
আমার লেখা যদি কোনো ব্যক্তি সমাজ জাতি দেশ বিদেশ বিশ্বের মঙ্গলে
কিঞ্চিত অবদান নাই রাখতে পারে তবে আমি যেনো আর না লিখি।



রবিবার
০১ ভাদ্র, ১৪২২
১৬ আগস্ট, ২০১৫
৩০ শাওয়াল, ১৪৩৬


ভালুকা, ময়মনসিংহ