ঘুম নাই চোখে আমার ঘুম নাই চোখে -তোমারি কামনায়
কত সুখ পাও তুমি? আমায়; এভাবে রেখে যাতনায়-
স্বপ্নের তরীগুলো যাচ্ছে ডুবে এক এক করে নীল দরিয়ায়।
আমার ভালোবাসা ভাসছে এলোমেলো তোমার নীলিমায়
কোন অভিমানে পাথর হয়েছো? হীরা এনে দেবো তোমায়
মনের কুঠিরে রাখবো বেঁধে এবার, বুক পাঁজরের খাঁচায়।


মন থাকেনা মনে আমার মন থাকেনা মনে -হারায় কোন বনে
আমি ভ্রমর তুমি মৌমাছি, কখন যে কেটে যায় দিবা-রাত্রি!
শশান ঘাটে একলা বসে থাকি, জোনাকের সাথে দোস্তি।
বরষার জলে ভেসে যায় ঠাকুর-দার পূর্ব পুরুষের জমিদারি
অতঃপর উঠানে পাইক পেয়াদা অপেক্ষা-অপেক্ষায় রাখি
দেবি এসে পায় যেন সৌরভ সিংহাসন –চোখ ধাঁ-ধাঁ সম্মতি।



শনিবার
২৮ ভাদ্র, ১৪২২
১২ সেপ্টেম্বর, ২০১৫
২৭ জিলক্বদ, ১৪৩৬


ভালুকা, ময়মনসিংহ