এদেশ আমার এদেশ তোমার
এদেশ সবার অসীম ভালোবাসার
এদেশ আমার মায়ের স্নেহের
বাবার মমতা ভরা আদরের।


এদেশের ধান ক্ষেতে সোনালী হাসে
নৌকা বাইচ রুপালী নদীর বুকে,
সবুজ গাছে ঘাসে শেফালিরা হাসে
মাছ রাঙা খেলে বলাকার সাথে।


জেলে ভাই মাছ ধরে মনের সুখে
বাঁবুই তার ঘর বাঁধে ওই তাল গাছে
মন খুলে কথা বলে নীলিমার সাথে
দুঃখ তবে তারে ছোঁবে কোন ছলে!


শাপলা পদ্ম হাসে ঝিলের মাঝে
ভ্যাট শালিক তোলে কৃষাণি মেয়ে
রাতে পানকৌরির ডাকে নিদ্রা আসে
আমার চির সবুজ এই বাংলাদেশে।