মনে মনে একা একা কাকে ভাব বসে
বাঁকা চোখে দেখে দেখে হাসো কার সাথে
পদ্ম সদ্য ফোঁটে নীল দীঘি ঘাটে।

তুমি এসে বদ্ধ দ্বাড় দিলে আজ খুলে
তাই দেখে টোনাটুনি নাচে কুল ডালে
তার সাথে বুলবুলি তাল মিলে চলে;
লাল টুক টুক যাত্রী সেজে পায়ে পায়ে পিছে।


ভুল যদি বোঝে কেহ ক্ষতি নাই তাতে
মিত্র বিনা শত্রু নাশ কভূ নয় মিছে
ফুলে কাঁটা জেনে তাতে মালী পত্যি পানি ঢালে।



রবিবার
১৩ পৌষ, ১৪২২
২৭ ডিসেম্বর, ২০১৫
১৪ রবিউল আউয়াল, ১৪৩৭


ভালুকা, ময়মনসিংহ