সোনার মুকুট আমি চাইনা গো কভূ
চাইনা ওই দূরের নীল তারা
তুমি যে আমায় ভালোবাসো
এই-তো আমার পরম পাওয়া।

দিনের শেষে- কাজের শেষে-
তুমি যখন আমার কাছ ঘেষে
হাতের অঙ্গুলিতে ভাগ্যরেখা গণনা কর
তখন সুখ গুলো পায় আরো আস্কারা।


সোনার পালঙ্ক আমি চাইনা গো কভু
চাইনা গো হাত ভরা চুড়ি রেশমি শাড়ি,
তুমি যে আমায় তোমার মাটির দেহে
মেঠো ঘরে অমন আগলে রাখো
এটাই তো আমার পরম সৌভাগ্য,
তুমি যে আমায় তুমি- তুমিত্ব দিয়েছো
তাতেই আমার বৃহস্পতি, অগণিত ণক্ষত্র।