এসেই যখন গেছো পড়ে
গোস্যা করোনা,
খরের চালের পানে চেয়ে
পাতা গোনোনা।


মৃদু হাওয়ায় খুঁটি নড়লে
ভয় পেয়োনা,
ঝড়ের আগে বৃষ্টি নামলেও
অসুখ করেনা।


ঘরের কোনে ব্যাঙ ডাকলে
শত্রু ভেবোনা,
জানান দেয় মেঘের আগে
আকাশ ভালোনা।


গায়ের বর্ণ কৃষ্ণ বলে
কেন্না করোনা,
মনটা মোদের কমল সরল
ফিরতে চাবেনা।  


গাঁয়ের নামটি দুবলার চর
ভুলে যেও না,
কত গাঁও এই নদীর বুকে
ঠির হইল না।


বুধ বার
২২ আষাঢ়, ১৪২৩
০৬ জুলাই, ২০১৬
৩০ রমজান, ১৪৩৭

ভালুকা, ময়মনসিংহ