আকাশের তারা তুমি
আমি মোম বাতি-
তাই বলে কি;
ফিরিয়ে দিলে আমার গোলাপ চামেলি!
ঘাস ফুলেও শোভা পায় ফড়িং প্রজাপতি।


পাহাড়ের চূড়ায় তুমি
তার তলদেশে আমি,
তুমি সূর্যের সাথে কথা বলো বলে আগে
আর আমি পরে
তাই বলে কি হেলা আমায় অনাদারে!


রক্ত জল মাথার ঘাম পায়ে পিষে
ফলাই যখন ফলমুল, বানায়াতি,
চারিপাশ রাখি;
সুসজ্জিত সুশোভিত, সুবাসিত, সুগন্ধি!
কই! তখন তো তুমি;
ফিরিয়ে দাওনা আমার কাঁচা কঞ্চির ভরা ডালি!
ফিরিয়ে দিও না এবার জুই বকুল বেলি।