আমি তো তোমায় প্রতিদিনই চাই আজকের মতন
সকাল-বিকেল-সন্ধ্যেয় এমন নিশুতি রাতে আকাশ যেমন
কপালে কৃঞ্চ টিপ, সরিষা শাড়ী, কাকনের ঝমঝম চয়ন।


মান-অভিমান, লুকোচুরি, এ-ঘর থেকে ও-ঘর ছুটোছুটি
কখনো আলো জ্বেলে কখনো আলো নিভে মিছে খোঁজাখুঁজি
খুঁজতে খুঁজতে না ছোঁয়ার ভানে তোমার ডানা দু'টো ধরি!
তুমি মানা করতে-করতেও আচমকা তোমার খোঁপার বাঁধন খুলে ফেলি
আর তোমার অজানতেই কখন যে তুমি-  
আমার চিবুকে এঁকে দাও তোমার আলতো ঠোঁটে গোলাপ পাপড়ি।


তুমিও বলোনা কিছু- আমিও ছাড়িনা পিছু-
যদিও কখোনো সখোনো তুমি আমার হাত ধরে কর মোড়ামুড়ি
আমার পাঞ্জা থেকে ছুটে যেয়ে পাল্টানোর বাহানা নীল অপরা শাড়ি।

পারো কি! পারলেনা তো আজও- পারবেওনা।  
তোমার দেহে শক্তি থাকলে কি হবে; মনের শক্তি তোমার নাই
তুমি এখন সদ্য হাসনাহেনা-পদ্ম, মালির বাগানে ধরাশয়ী।