তোমার ভালোবাসার মূল্য যদি তুমি আমায় নাই দেবে
তবে কেনো আমায় তুমি নীরবে অঝোরে কাঁদালে
আমি তো প্রথমত চাইনি  কাউকে  ভালোবাসতে
আমি তো জানতামনা চাঁদ মানুষের সাথে কথা বলে।


তোমার ভালোবাসার মূল্য যদি তুমি আমায় নাই দেবে
স্রোতের প্রতিকূলকে তবে কেনো অনুকূল করেছিলে
বলাকা শালিকের কাছে তবে কেনো নালিশ করেছিলে
আমাকে না পেলে তুমি শ্মশান হবে ব্রহ্মপুত্রের জলে।


তোমার ভালোবাসার মূল্য যদি তুমি আমায় নাই দেবে
কাঁশবনে মাছরাঙা ফিঙ্গেকে তবে কেন সাক্ষী রেখেছিলে
বটমূলে দু’হাত বাড়িয়ে তবে কেন বুকে জুড়ে বলেছিলে
নক্ষত্র-তারা হয়ে আমরা দু’জন রবো দু’জনের হয়ে।



বৃহস্পতিবার
ভাদ্র ৩১, ১৪২৩
সেপ্টেম্বর ১৫, ২০১৬
জিলহজ ১২, ১৪৩৭


ভালুকা, ময়মনসিংহ